ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
সময়: ০৩:৩৮:৪৪ PM

কাতার থেকে ভ্যাটিকানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
25-04-2025 02:10:20 PM
কাতার থেকে ভ্যাটিকানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার থেকে ভ্যাটিকান সিটিতে যাচ্ছেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন।শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে তিনি কাতার ছাড়েন।কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়।প্রধান উপদেষ্টা ইতালির রোমে পৌঁছালে তাকে স্বাগত জানাবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শনিবার স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা আবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন। ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ যোগ দিতে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে কাতারে যান। সোমবার তিনি ঢাকা থেকে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন।