ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
সময়: ০৪:৫৩:৪৭ PM

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো পিএনআরএফআর

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪কেম
14-03-2025 10:16:09 PM
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো পিএনআরএফআর

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একাধিক রোগী, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট। একই সঙ্গে বাত ব্যথার রোগীদের নিয়ে গড়া এই সংগঠনের সদস্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অনুদানগ্রহিতা ও চিকিৎসকরা একসঙ্গে  ইফতারেও অংশ নিয়েছেন। শুক্রবার ( ১৪ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হাসপাতালে বৃত্তি প্রদান ও ইফতারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিএনআরএফআর’র চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক ও সেবামূলক সংগঠন। যা চিকিৎসক ও  রোগীদের সমন্বিত একটি প্রতিষ্ঠান। সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, মানব কল্যানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট শুরু থেকে চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক কাজ করার চেষ্টা করছে। বাতরোগীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি বিভিন্ন দূরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন চিকিৎসা সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি দেয়া হচ্ছে। এছাড়াও উত্তরাঞ্চলে অ্যাম্বুলেন্স সার্ভিস, বন্যার্তদের পূনর্বাসন কার্যকক্রম, পক্ষাঘাতগ্রস্তদের জন্য হুইল চেয়ার দেয়া, ধর্মীয় উপাসনালয় মেরামতে কাজ করে আসছে। আগামী দিনে এই ধরণের সামাজিক কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা আছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা, বিশ্ববিদ্যালয় স্তরের ২১জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্যান্সারে আক্রান্ত একজনকে ৫০হাজার টাকা, নাটোরের একটি মসজিদ নির্মাণের জন্য এককালিন ২ লাখ টাকার চেক এবং একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়া নিম্নআয়ের পরিবারকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।
পিএনআরএফআর’র চেয়ারম্যান জানান, যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করা হয়েছে তার পুরোটাই বহন করেছেন সংগঠনের কার্য্নির্বাহী সদস্য ও বৃত্তিপ্রদান কমিটির আহ্বায়ক  এস এম আমিনুর রহমান সাব্বির। 
তিনি বলেন, আমরা বিশ্বাস করি সমাজের ত্তবান মানুষরা এভাবে এগিয়ে এলে আরও বেশি সামাজিক কাজ করা সম্ভব।এতে উপকৃত হবেন বিপদগ্রস্ত মানুষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- টেকনো গ্রুপের চেয়ারম্যান জালাল উদ্দীন আহমেদ, জুপিটার অ্যান্ড এলিয়েন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক সুকুমার বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. আশরাফুজ্জামান আফরোজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মনজুর সাকলায়েন, পিএনআরএফআর’র সেক্রেটারি জেনারেল ড. পীযুষ কান্তি বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ডা. নীরা ফেরদৌস, ডেপুটি সেক্রেটারি ডা. বর্ষা ইসলাম, সামিউল হক, জোবায়ের আহমেদ প্রমুখ।