ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ০৩:৫৭:১৪ AM

আইনশৃঙ্খলার উপর গুরুত্ব দিন ডিসিদের প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪কেম
16-02-2025 06:07:50 PM
আইনশৃঙ্খলার উপর গুরুত্ব দিন ডিসিদের প্রধান উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা সরকারের সর্বোচ্চ বিবেচ্য বিষয়। এতে আমরা কতটুকু অগ্রসর হলাম, কি করণীয় তা নির্ধারণ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিফল হওয়া যাবে না।রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই মিলে সরকার। একেক জন ডিসি একেক জেলার দায়িত্বে থাকেন। সেখানে পুলিশ প্রশাসনের কাজ কী, সিভিলে প্রশাসনের কাজ কী, তা সবই জানা। সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করতে হবে। সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা থাকলে আলোচনা করে সমস্যা সমাধানের উপায় বের করতে হবে।অধ্যাপক ইউনূস বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে কী করতে হবে, ওপর থেকে নিচ পর্যন্ত চেইন অব কমান্ড কীভাবে যাবে, দায়িত্ব পাশ কাটিয়ে যাওয়া যাবে না কারণ সবাই মিলে সরকার।তিনি বলেন, নারী ও শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব। কারণ সারা দুনিয়া সংখ্যালঘুদের সঙ্গে সরকার কী ব্যবহার করছে এটা নিয়ে আমাদের ওপর নজর থাকে।তিনি আরও বলেন, সব নাগরিকের সুরক্ষা প্রদান ও নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব।তিনি বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার জন্য ডিসিদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন। মূল্যায়নের মাধ্যমে কোন জেলার সার্বিক পরিস্থিতি ভালো সেই জেলা কিংবা ডিসিকে পুরস্কৃত করা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।প্রধান উপদেষ্টা ডিসিদের প্রাথমিক শিক্ষার ওপর নজরদারির পরামর্শ দেন। ডিসিরা সরেজমিনে কিছু স্কুল পরিদর্শন ও শিক্ষকমণ্ডলীর সঙ্গে কথাবার্তা বললে প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নতি হবে বলে তিনি মন্তব্য করেন।