ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ১১:৩৮:৫৪ AM

পুরান ঢাকায় বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
15-02-2025 09:44:34 PM
পুরান ঢাকায় বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া‌ সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বিকেল সোয়া ৩টার দিকে আমাদের কাছে খবর আসে রাজধানীর কামালবাগে একটি বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কি না এমন খবরও আমাদের কাছে আসেনি।