ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ১০:০৭:০৫ AM

'মধ্যপন্থার দল হবে নতুন রাজনৈতিক দল'

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪কেম
14-02-2025 05:12:53 PM
'মধ্যপন্থার দল হবে নতুন রাজনৈতিক দল'

ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে, সেটি একটি মধ্যপন্থার দল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।নতুন দল প্রসঙ্গে তিনি বলেন, দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি: জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগ নিষিদ্ধে ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশের জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে।জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, রাজনৈতিকভাবে এই ঐক্যের ওপর ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদের অবস্থান নিতে হবে। এই গণঅবস্থানের মধ্য দিয়ে নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দাবিতে আমাদের রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে।গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে তিনি বলেন, প্রতিবেদনটি মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। তাই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে।