ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫,
সময়: ১২:২২:০৭ AM

ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

ডেস্ক রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
10-10-2025 10:47:51 AM
ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

ইসরায়েলি মন্ত্রিসভা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। শুক্রবার এই অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা।চুক্তি কার্যকর হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে।চুক্তিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। এছাড়া ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছেন, “সরকার জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে।”

এই যুদ্ধবিরতি ঘোষণা ও মন্ত্রিসভা অনুমোদনের পর ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দুই বছর ধরে চলা এই যুদ্ধে এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের নির্বাসিত গাজাপ্রধান খলিল আল-হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীর কাছ থেকে যুদ্ধের অবসানের নিশ্চয়তা পেয়েছেন।

বর্তমানে গাজায় ২০ জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং ২৬ জন মৃত বলে ধারণা করা হচ্ছে। হামাস ইঙ্গিত দিয়েছে, মৃতদের মরদেহ উদ্ধারে জীবিতদের মুক্তির চেয়ে বেশি সময় লাগতে পারে।

দুই বছর ধরে চলা আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসাসহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় প্রবেশ শুরু করবে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি–সংক্রান্ত তার ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল একমত হয়েছে।