ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ১০:০৫:৩৭ AM

কথায় কথায় তরুণদের তাচ্ছিল্য করা হচ্ছে

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
11-02-2025 07:26:29 PM
কথায় কথায় তরুণদের তাচ্ছিল্য করা হচ্ছে

সোনার মদিনা রাষ্ট্র গঠন করার জন্য যেমন কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন প্রিয় রাসূল (সা)। তেমনি আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আগে আমাদেরকে সোনার মানুষ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, কোনো অন্যায়ের কাছে যুবক-তরুণেরা আর মাথা নত করতে পারে না। আমি চাঁদাও দেব আবার অন্যায়কে প্রশ্রয় দেব না, এ কথা মুখে বলে কোনো লাভ নেই। রাষ্ট্র সংস্কারের কথা বললে অবশ্যই আমাকে নীতি-নৈতিকতার মানদণ্ডকে সামনে রাখতে হবে। যে রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই সে রাজনীতির সাথে আমরা কেউ থাকতে চায় না। সেই রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ ও সংস্কারে যুবকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতির জন্য দুর্ভাগ্য এটা যে, আমরা কথায় কথায় তরুণ-যুবকদের তুচ্ছ-তাচ্ছিল্য করি। গোটা পৃথিবীতে যত বড় বড় পরিবর্তন হয়েছে তার অধিকাংশের পিছনে যুবকদের বিরাট ভূমিকা রয়েছে। ইসলামের বিজয়েও প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এর যুবক সাহাবাগণ ও আলী (রা) এর মত তরুণ সেনাপতিদের হাতেই বিরাট দুর্গ বিজয় লাভ করেছিল। এই যুব শক্তির সাথে বাংলাদেশের রাজনীতির সম্পর্ক যদি না করা যায়, তাহলে দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ সংস্কারসহ কোনো কিছুই পরিপূর্ণভাবে সমাধান করা যাবে না। 

তিনি বলেন, সব সংস্কারের আগে প্রত্যেককে কুরআনের আলোকে সত্যিকার আলোকিত যুবক হয়ে সকল সংস্কারের দাবি তুলতে হবে। মনে রাখতে হবে যুবক-তরুণ আলী রা. এর শরীরের শক্তিই কেবল দুর্গ বিজয়ের জন্য যথেষ্ট ছিল না। সেখানে মহান আল্লাহর প্রকাশ্য সহযোগিতা দৃশ্যমান ছিলো।

তিনি আরও বলেন, আজও যদি যুবকেরা সেই বিজয়ের স্বপ্ন দেখে তবে তাদেরও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই ময়দানে কাজে লেগে যেতে হবে। রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক নেই যারা বলেন, প্রকৃত অর্থে তারা নিজেদের চুরিচামারিকে আরও দীর্ঘ সময় ধরে করার অসাধু উপায় খুঁজে বেড়াচ্ছেন। কেবল মানুষের তৈরি করা চিন্তা মতবাদ দিয়ে মানবতার কল্যাণ করা সম্ভব না। সেখানে সকল কিছুর বিধান ও শান্তি নিরাপত্তা দেয় কেবল মহান আল্লাহর দেওয়া বিধান। সেই কুরআনিক নিয়ম শৃঙ্খলা আমাদের যুবকদের গ্রহণ করার উদাত্ত আহবান করছি।

সমাবেশ ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো. কামরুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর-কদমতলী জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।