ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ০৪:০৩:৫৭ AM

মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু ইসির

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
10-02-2025 12:26:47 PM
মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু ইসির

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাবকে সুষ্ঠু নির্বাচনে অন্তরায় মনে হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু করার বিষয়ে তাদের আশ্বস্ত করেছে বলেও এ সময় জানান তিনি।এর আগে নির্বাচন কমিশন (ইসি) বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।’ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান রাজনীতির প্রভাবে নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।গতকাল সকালে নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে সিইসি আরও বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সঁপে দেওয়া বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায়, তবে আবার সেই পুরোনো বিতর্কের সৃষ্টি হবে।

আরএফইডি সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য অন্যদের মধ্যে বক্তব্য দেন আরএফইডি সাধারণ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার ও কালের কণ্ঠের সিটি এডিটর কাজী হাফিজ এবং আরএফইডির সাবেক সভাপতি ও ইত্তেফাকের নির্বাচনবিষয়ক সম্পাদক সাইদুর রহমান।

এদিকে গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান।বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘ইসি এ মুহূর্তে কী করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কী, এ বিষয়গুলো নিয়েই কমিশনের সঙ্গে তারা মতবিনিময় করেছেন। সবকিছু আলাপের পর আমাদের কাছে মনে হয়েছে, আগামী মে মাস-জুন মাসের মধ্যে তারা (ইসি) পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নেই।’

দেশের প্রচলিত সংবিধান ও আইন অনুযায়ী সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘কিন্তু এখন তো ওই আইনে দেশ চলছে না। এ মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবে। তবে এতটুকু বুঝেছি যে, যদি মে-জুন মাসের মধ্যে পূর্ণ প্রস্তুতি থাকে তাহলে প্রাসঙ্গিক আর কোনো সমস্যা থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’

নির্বাচনের ব্যাপারে বিএনপি কোনো প্রস্তাব দিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো প্রস্তাব দিইনি। আমরা তো উনাদের কাছে এটা বলব না। যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব এখন সরকারের। তারপর শিডিউল ঘোষণা তো কমিশনই করবে। আপনারা জানেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল (সোমবার) আমাদের আলোচনা আছে, সেখানে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।’

ইসির নির্বাচনের প্রস্তুতি কেমন এবং তা নিয়ে বিএনপি সন্তুষ্ট কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘আইন অনুযায়ী তাদের যা করার কথা আমরা বুঝতে পারছি যে, তারা সঠিকভাবে সেটা করছে।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন এটা তো তাদের ব্যাপার, সেটা তারা বলবে। আমরাও যদি মনে করি যে, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায়, এটা নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব।’রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। নতুন কমিশনের সঙ্গে এটিই বিএনপির প্রথম বৈঠক। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। ইসি সচিব আখতার আহমেদও ছিলেন বৈঠকে।