ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৪:৪৯:০৭ PM

হাসিনার প্রেতাত্মারা এখনো প্রশাসনে আছে:রিজভী

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
04-09-2025 05:28:19 PM
হাসিনার প্রেতাত্মারা এখনো প্রশাসনে আছে:রিজভী

প্রশাসনে ‘ঘাপটি মেরে’ বসে থাকা লোক নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তাদের শেখ হাসিনার প্রেতাত্মা ও দোসর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়ে পাতানো পরিকল্পিত অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তারা অন্তর্র্বতীকালীন সরকার যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে সে জন্য প্রস্তুত রয়েছে।’ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ওই এলাকায় দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিলকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানাতে আসেন তিনি।এ সময় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা রুহুল কবীরকে স্বাগত জানান। পাশাপাশি নাবিলের পাশে থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া পূর্ব থেকেই কোনো কিছুকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।তাহলে যে আইনের শাসনের জন্য লড়াই করা হয়েছে সেই আইনের শাসনের লড়াইয়ের চেতনাকে ব্যহত করা হবে।’ মেধাবী শিক্ষার্থী নাবিল সম্পর্কে তিনি বলেন, ‘কিশোর বয়সে তার উদ্ভাবনী চিন্তা-চেতনা অবিশ্বাস্য। তার প্রতিভার সন্ধান পেয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।’ কিশোর গবেষক নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আহনাফ বিন আশরাফ নাবিল গার্ডিয়ান এঞ্জেল নামে একটি অ্যাপস উদ্ভাবনে কাজ করছে।এর মাধ্যমে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত, জলবায়ু পরিবর্তন রোধসহ ১৯ বিষয়ে ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে।