ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০৯:১৮:০৩ AM

বিমান বিধ্বস্তে নিহত ১, সিএমএইচে ৪ জনকে ভর্তি

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
21-07-2025 02:44:55 PM
বিমান বিধ্বস্তে নিহত ১, সিএমএইচে ৪ জনকে ভর্তি

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।এদিকে এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন।সেখানে তিনটি ইউনিট কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম।