মতিঝিল থানার করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।মতিঝিল থানা পুলিশ ঢাকা মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ আবেদন করে। মঙ্গলবার (২৭ এপ্রিল) এ রিমান্ড শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানায় করা নাশকতার মামলায় মামুনুল হকের ১৯ এপ্রিল সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। ২৬ এপ্রিল সাতদিনের জিজ্ঞাসাবাদ শেষ হবে। ২৭ এপ্রিল রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হবে। এরপরই মতিঝিলের মামলায় গ্রেফতার দেখানোপূর্বক তার ১০ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।