ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

ওমানে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

কুটনৈতিক রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-04-21, 12.00 AM
ওমানে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।বুধবার (২১ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা থেকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।এর ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবারের জন্য এখানে ব্যতিক্রম থাকবে।