করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো আছে। এখন তার শরীরে জ্বর নেই। রুচি ঠিকঠাক আছে। শ্বাস-প্রশ্বাসের স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে যান চিকিৎসক দল। পরে সাংবাদিকদেকে কাছে খালেদা জিয়ার শারিরীক অবস্থা তুলে ধরেন এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরও জানান, ১৪তম দিন পার হলে আবারও বিএনপির চেয়ারপারসনের পরীক্ষা নিরীক্ষা করা হবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবাইকে স্বাস্থবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছে।
গত ১০ এপ্রিল করোনা পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন। পরদিন পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরও আটজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।