ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

লকডাউনে শ্রমিকদের মাসিক অনুদান দিতে হবে

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-04-06, 12.00 AM
লকডাউনে শ্রমিকদের মাসিক অনুদান দিতে হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাকালে শুধু মালিকদের দিলেই হবে না, লকডাউনে শ্রমিকদের জন্য মাসিক সরকারি অনুদান দিতে হবে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক ভার্চ্যুয়াল আলোচনায় মির্জা ফখরুল ইসলাম এ দাবি জানান। শ্রমিক দলের নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জাফরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 মির্জা ফখরুল বলেন, করোনাকালে শুধু মালিকদের দিলেই হবে না, শুধু ব্যাংক থেকে ঋণ দিলেই হবে না। এই কোভিডকালে অবশ্যই শ্রমিকদের ভর্তুকি দিতে হবে। প্রত্যেক শ্রমিককে অবশ্যই সরকারের তরফ থেকে ত্রাণ সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই দাবি আজকে করছি যে দেশে ইনফরমাল সেক্টরে যত শ্রমিক আছেন, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যত শ্রমিক আছেন, অন্যান্য কলকারখানার সঙ্গে যেসব শ্রমিক যুক্ত আছেন, তাঁদের প্রত্যেককে মাসের একটা অনুদান অবশ্যই দিতে হবে, যেটা অন্যান্যদের দেওয়া হয়েছে।’