ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

শীতলক্ষ্যায় লঞ্চডুবি মরদেহ উদ্ধার- ১

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-04-04, 12.00 AM
শীতলক্ষ্যায় লঞ্চডুবি মরদেহ উদ্ধার- ১

অর্ধশতাধিক যাত্রী নিয়ে কার্গো জাহাজের ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে একটি লঞ্চ। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) আছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান।রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এ লঞ্চ ডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ-পথে চলাচল করা সাবিত আল হাসান নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে যাওয়ার পথে কার্গো জাহাজের ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যায় । নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সাবিত আল হাসান নামের একটি লঞ্চ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। সংবাদ শুনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিসহ পাঁঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এখন পর্যন্ত হতাহতের তথ্য পাইনি। লঞ্চটি নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ-পথে চলাচল করত।