ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদী

জেলা সংবাদদাতা।। ঢাকাপ্রেস২৪.কম

2021-03-27, 12.00 AM
যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার (২৭ মার্চ) সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন।বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে সাতক্ষীরা যান নরেন্দ্র মোদী।
তিনি শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পূজা দেন। একইসঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে মোদী ঢাকা থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা যান। সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন। এই মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদী। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদী শুক্রবার (২৬ মার্চ) দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।