ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-11-05, 12.00 AM
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরের কলম্বিয়া মোড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সিএনজেড গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু জানান, গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের  বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা পক্ষ কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।