ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

শেখ হাসিনার দেওয়া নৈশভোজে লোটে শেরিং

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-03-23, 12.00 AM
শেখ হাসিনার দেওয়া নৈশভোজে লোটে শেরিং

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দিয়েছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে এ নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শেখ হাসিনা।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন লোটে শেরিং।

সফরের প্রথম দিনে লোটে শেরিং সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (২৪ মার্চ)  সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লোটে শেরিং ও শেখ হাসিনা বৈঠক করবেন।

বিকেলে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন লোটে শেরিং।

এর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।

তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার ভুটান ফিরবেন লোটে শেরিং।