ঢাকা, রবিবার ৬ই অক্টোবর ২০২৪ , বাংলা - 

অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-09-06, 12.00 AM
অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাবনার ইশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন শিরহান শরিফ। এ সময় তার নামে মামলা হয়।প্রসঙ্গত, শিরহান শরিফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অন্যতম।