ঢাকা, রবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪ , বাংলা - 

অতিরিক্ত সচিব হলেন ১৩৫ কর্মকর্তা

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-08-25, 12.00 AM
অতিরিক্ত সচিব হলেন ১৩৫ কর্মকর্তা

যুগ্মসচিব পদমর্যাদার ১৩৫ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।অতিরিক্ত সচিব হওয়াদের মধ্যে ১৩১ জন যুগ্মসচিব ও লিয়েনে থাকা চার কর্মকর্তা রয়েছেন। পদোন্নতি দিয়ে নিয়মানুযায়ী তারদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে।প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর, কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন।অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন; এরপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ, ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন, বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।লিয়েন বা স্টাডি লিভে থাকা সত্বেও প্রজ্ঞাপনে কোনো কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হলে তিনি যোগদান না করে কর্তৃপক্ষকে অবহতি করবেন।

সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সরাসরি জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা ই-মেইলে (sa1@mopa.gov.bd) যোগদান পত্র দাখিল করতে পারবেন।