ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

‘অবৈধ সরকারের নিষেধাজ্ঞা মানি না’

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-08-24, 12.00 AM
‘অবৈধ সরকারের নিষেধাজ্ঞা মানি না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটা অবৈধ সরকারের আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ সরকারের অবৈধ আদেশ আমরা মানি না। তবুও আমরা অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এই আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। আমাদেরকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আদালতে যাবো না। একটা নির্বাহী আদেশ দিয়ে আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছি। তিনি বলেন, অন্তর্র্বতী সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। আর দেশের এ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র-জনতার এই বিজয়কে দুষ্কৃতকারীরা যেন নস্যাৎ করতে না পারে এজন্য সাংবাদিকসহ দেশবাসীকে সোচ্চার থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।শুক্রবার (২৩ আগস্ট) রাতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফারুক সোসাইটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।