ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম

2024-08-01, 12.00 AM
আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)।  বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা দেড়টার একটু পরই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের গাড়িতে করে বেরিয়ে আসেন।ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়া অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।অন্য সমন্বয়করা হলেন- মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোনকল দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। এরপর  বেলা দেড়টার সময় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন নাহিদের বাবা বদরুলসহ পাঁচজন। বদরুল ইসলাম বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। নাহিদসহ ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে।