ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

কোটা সংস্কারের পক্ষে একমত: আইনমন্ত্রী

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-07-18, 12.00 AM
কোটা সংস্কারের পক্ষে একমত: আইনমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকার একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের ট্যানেলে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা বলেছেন আন্দোলনের পাশাপাশি তারা আলাপ-আলোচনা করতেও আগ্রহী। আমরা তাদের এই আলাপ-আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে (আইনমন্ত্রী) ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসবো। তারা যদি আজকে বসতে চান, আমরা আজকেই বসতে রাজি আছি।  আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, কোটা সংস্কার নিয়ে ৭ আগস্ট যে মামলার শুনানিটা ছিল, সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন, যাতে মামলার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন।

তিনি আরও বলেন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দায়িত্ব দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছি।

আনিসুল হক বলেন, এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি এবং বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করেছি। শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই সেই দাবিগুলো বিবেচনা করে সরকার যেহেতু রাজি হয়েছে, সেহেতু আমার মনে হয় আজ থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নেই। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি, তারা যেন সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে।  

সরকার এত দেরিতে আলোচনা করতে রাজি হলো কেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্দোলনকারীরা আজকে প্রস্তাব দিয়েছে, আমরাও আজকেই রাজি হয়েছি। এখানে কোথায় দেরি হলো? 

আলোচনা কি কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি মামলাটি আদালতে আছে। মামলাটির শুনানি যখন শুরু হবে তখন সরকারপক্ষ কোটা সংস্কারের প্রস্তাব দেবে। আমরা কোটা সংস্কারের পক্ষে।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করছি।