ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৯০জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৭২জন। মোট শনাক্ত ৫ লাখ ৭০হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৬৮৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২২হাজার ৪০৫জন সুস্থ হয়ে উঠেছেন। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৫৯টি নমুনা সংগ্রহ এবং ২১হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫১শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।