কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘প্রতিটি ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হবে।’বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরকারপ্রধান এসব কথা বলেন।সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে বলেও জানান শেখ হাসিনা। হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।