রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা কলেজ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা জড়ো হন। পাশেই অবস্থান নেয় ছাত্রলীগ। এরপর শুরু হয় ধাওয়া-পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ। চলমান সংঘর্ষে রণক্ষেত্র হয়ে পড়েছে পুরো এলাকা। পুরো নিউমার্কেট এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।সংঘর্ষ শুরুর পর থেকে ওই এলাকায় বেশ কিছু ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।সরেজমিনে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে একেকবার একেক পক্ষ পিছু হটছে। নিউমার্কেট এলাকায় আসা লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছেন। নিউমার্কেটে আসা পলি আক্তার বলেন, একটা কাজে কাজে আসছিলাম। হঠাৎ দেখি ঝামেলা শুরু হয়েছে। কী করবো বুঝতে পারছি না। ভয় কাজ করছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ৫০ মিনিট) সায়েন্সল্যাব থেকে ঢাকা কলেজ পর্যন্ত এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলছে।