কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।রথযাত্রার কারণে রোববার বিকেল ৩টার কর্মসূচি বেলা ১১টা থেকে শুরু করেন তারা। চলবে দুপুর ১টা পর্যন্ত।জাবির বাংলা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, আমাদের কর্মসূচি বিকেল তিনটা থেকে থাকলেও রথযাত্রার প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি বেলা ১১টা থেকে শুরু করেছি। দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। এরই মধ্যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা-বর্জন করেছেন। প্রয়োজনে এর চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতেও আমরা প্রস্তুত।