ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতি" />
ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

আব্দুল্লাহ আল মামুন যশোর থেকে

2024-07-05, 12.00 AM
 দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ
ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিল এবং দূর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।৪ জুলাই বুধবার বিকেলে যশোর শহরের প্রাণ কেন্দ্র ভৈরব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব আহমেদ, এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী, মাওলানা আশিক বিল্লাহ, মাওলানা কামরুজ্জামান, মাষ্টার ইদ্রিস আলী সহ বিভিন্ন উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মী বৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর কোতোয়ালি থানার সামনে এসে মোনাজাতের মাধ্যমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।