ঢাকা, শুক্রবার ২৮ই জুন ২০২৪ , বাংলা - 

খালেদা'র কিছু হলে সরকারই দায়ী হবে:লায়ন ফারুক

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম

2024-06-25, 12.00 AM
খালেদা'র কিছু হলে সরকারই দায়ী হবে:লায়ন ফারুক

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন,সুচিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়ার ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে সমস্ত দায় এই সরকারকেই নিতে হবে।আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পল্টনের কালভার্ট রোড়ের দলীয় কার্যালয়ে মরহুম আব্দুল মতিন মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মোঃআমিনুল ইসলাম, মুখপাত্র শরীফুল ইসলাম,যুগ্ম মহাসচিব মোঃ শওকত হোসেন চৌধুরী দপ্তর সম্পাদক হাবিবুর রহমান,বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহ,সাংবাদিক জালাল আহমদ প্রমুখ।এসময় বক্তারা বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী ।আজ আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বললে জেলে যেতে হয়।বেগম খালেদা জিয়ার 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' শ্লোগান আজও প্রাসঙ্গিক। দোয়া মাহফিলের বিশেষ মুনাজাতে  বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ হাবিবুল্লাহ আল্লাহতালার দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।