ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

নাটোরে আগুনে পুড়ে সর্বস্বান্ত ৩ পরিবার

ওমর ফারুক খান লালপুর (নাটোর) প্রতিনিধি :

2024-06-25, 12.00 AM
নাটোরে আগুনে পুড়ে সর্বস্বান্ত ৩ পরিবার

নাটোরে লালপুরে আশ্রয়ণ প্রকল্পে আগুনে ৩টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ প্রায় আনুমানিক ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম (বাঘা), বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ছিলেন ক্ষতিগ্রস্ত আমজেদ আলী তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আগুনে আমার গরু বিক্রি করা নগদ সাড়ে ৩ লক্ষ টাকা, সাড়ে ৪ মন ধান ও আড়াই মন চাউল, গোয়াল ঘর সহ সবকিছু পড়ে ছাই হয়ে গেছে, আমার পরিবারের পরনের কাপড়ও নেই। লালপুর ফায়ার সার্ভিস সাব অফিসার আব্দুস সালাম জানান, দুপুরে বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিক আলী মিষ্টু বলেন, দুপুর পৌনে ১ টার দিকে আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আশ্রয়ণ প্রকল্পে আগুন লাগার ঘটনা ঘটে।