ঢাকা, রবিবার ৬ই অক্টোবর ২০২৪ , বাংলা - 

পগবার একমাত্র গোলে শেষ আটে ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক ।। ঢাকাপ্রেস২৪.কম

2021-03-19, 12.00 AM
পগবার একমাত্র গোলে  শেষ আটে ম্যান ইউ

ফরাসি মিডফিল্ডার পল পগবার গোলে উয়েফা ইউরোপা ফুটবল লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ দল ম্যানচেষ্টার ইউনাইটেড। গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পগবার একমাত্র গোলে ম্যান ইউ হারিয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে। প্রথম লেগ ১-১ গোলে সমতা ছিলো। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠলো ম্যান ইউ।  

ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে এগিয়ে থেকেও এসি মিলানের ড্র করেছিল  ম্যানচেষ্টার ইউনাইটেড। ইনজুরি টাইমে  ম্যাচের ৯২ মিনিটে গোল করে হার থেকে রক্ষা পেয়েছিলো মিলান। তাই দ্বিতীয় লেগ নিজেদের মাঠে হবার সুবাদে শেষ আটের টিকিট পাবার ব্যাপারে আশাবাদি ছিলো মিলান।

ঘরের মাঠ সান সিরোতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন নিতে পারেনি এসি মিলান। প্রতিপক্ষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যানচেষ্টার ইউনাইটেড। মধ্য মাঠ দখলে নিতে মরিয়া হয়ে উঠে দু’দল। তাই প্রথম ৩০ মিনিট বলার মত আক্রমন শানাতে পারেনি দু’দলের কেউই।

তবে প্রথমার্ধে শেষ কয়েক মিনিটে টানা তিনটি আক্রমন চালায় মিলান। ৪১ মিনিটে গোল করার মত আক্রমন করেছিলো এসি মিলান। ডান প্রান্ত দিয়ে ফ্রাঙ্ক কেসির  হাওয়ায় ভাসানো বলে ডান পায়ে শট নিয়েছিলেন অ্যালিক্স সাইলমেকারস ।কিন্তু সেটি রুখে দেন ম্যান ইউ’র গোলরক্ষক হেন্ডারসন।

৪৪ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে ম্যান ইউ’র ডি বক্সে প্রবেশ করেন হাকান কাহানোগলু। বল পাস দেন থিও হার্নান্দেজকে বল পেয়ে শট নিয়েছিলেন ম্যান ইউ’র গোলমুখে। কিন্তু সেটি বাঁ-দিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন ম্যান ইউ’র গোলরক্ষক হেন্ডারসন। ফলে গোল না পাবার হতাশা নিয়ে প্রথমার্ধ শেষ করতে হয় মিলানকে। হতাশ ছিলো ম্যান ইউরও। তারপরও মিলানের মাঠে প্রথমার্ধে গোল হজম না করার কিঞ্চিৎ আনন্দও ছিলো সফরকারীদের।

মানচেষ্টার ইউনাইটেডের কিঞ্চিৎ আনন্দ দ্বিতীয় অর্ধে বড় আকারে রুপ নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন পগবা। মাঠে নেমে ম্যাচের ৪৮তম মিনিটে ম্যান ইউকে কাঙ্খিত গোলের স্বাদ দেন তিনি। বক্সের ছয় গজ দূর থেকে ডান পায়ের তীব্র শটে গোল করেন পগবা। এতে ১-০ গোলে এগিয়ে যায় ম্যান ইউ।

পিছিয়ে পড়ে ম্যাচ ফিরতে চেষ্টা করে এসি মিলান। কিন্তু হার এড়াতে রক্ষনাত্মক হয়ে পড়ে ম্যান ইউ। তবে ৭৫ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়ে যায় মিলান। ৬৫তম মিনিটে বদলি হিসেবে নেমেও গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন জøালাতন ইব্রাহিমোভিচ। শেষ পর্যন্ত গোলই পায়নি মিলান। শেষ পর্যন্ত পগবার গোলে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে ফেলে ম্যান ইউ।

ইউরোপা লিগের আরেক ম্যাচে বিধ্বস্ত  হয়ে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম। ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে ফিরতি লেগে মিসলাভ ওরসিচের গোলে ৩-০ ব্যবধানে হেরেছে হোসে মরিনহোর শিষ্যরা। শেষ ষোলোয় ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছিল টটেনহাম। কিন্তু জাগরেব দ্বিতীয় লেগ জিতে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকিট কেটেছে।

আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল দ্বিতীয় লেগে হেরেও শেষ আটে নিশ্চিত করেছে। গানাররা ঘরের মাঠ এমিরেটসে ১-০ ব্যবধানে হেরেছে গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠেছে মিকেল আর্তেতার দল।