ঢাকা, রবিবার ৬ই অক্টোবর ২০২৪ , বাংলা - 

মেহেরপুর ভিটামিন এ প্লাস এর ওরিয়েন্টেশন সভা

মনিরুল ইসলাম মনির, মেহেরপুর

2024-05-30, 12.00 AM
মেহেরপুর ভিটামিন এ প্লাস এর ওরিয়েন্টেশন সভা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ জানান- শিশু জন্মগ্রহণের পূর্ণ ১ মাস শাল দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স ৬ মাস হওয়া পর্যন্ত বাড়ির সুষম খাবার এবং ২ বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়া চালিয়ে যেতে হবে। আগামী ১ জুন জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংঙের ৮৫৭০টি  এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের লাল রঙের ৬১৫৫৭টি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করার জন্য জেলায় ৬টি স্থায়ী ক্যাম্প এবং ৪৫৬টি অস্থায়ী ক্যাম্প বসানো হবে। সিভিল সার্জন বলেন, ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। সেই সঙ্গে শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ালে বাচ্চাদের কোন ক্ষতি হয় না। জেলায় সকল শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আসে সেজন্য সকলের কাছে সহযোগীতা প্রত্যাশা করেন তিনি। মাল্টিমিডিয়ার মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার গুরুত্ব ও ভিটামিন এ ক্যাপসুলে প্রাণীজ ও উদ্ভিজ আমিষের উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারভাইজার রবিউল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।