ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

সুস্থ জীবনের জন্য ফলের বিকল্প নেই:সালাম

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-05-26, 12.00 AM
সুস্থ জীবনের জন্য ফলের বিকল্প নেই:সালাম

ফল ব্যবসায়ীদের কীটনাশক মিশিয়ে ফল দূষিত না করার আহ্বান জানিয়ে সামাজিক সংগঠন "চেতনা বাংলাদেশ" এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। দেশের বাজারে অসাধু ব্যবসায়ীরা ফলে ফরমালিন ব্যবহার করে। সেসব ফল বাজার থেকে  কিনে শিশু বাচ্চাদের খাওয়ানো হয়। যেগুলো আমাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে। তিনি বলেন, দেশ থেকে অনেক ফল হারিয়ে যাচ্ছে, তাই দেশীয় ফল গাছ বেশি বেশি করে লাগাতে হবে।রাজধানীর শান্তিনগরে "চেতনা বাংলাদেশ" এর উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক। শনিবার (২৫ মে) বিকেল ৫ টা থেকে রাত ৭ টা পর্যন্ত রাজধানীর শান্তিনগরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার ফয়সাল সালাম সাগর এর নির্দেশে  সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ ও সহ সাংগঠনিক সম্পাদক এম এস আসিফ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে কার্যকরী সভাপতি বাবর আলী বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুস সালাম বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে। তিনি বলেন, শরীর সুস্থ রাখতে  ফল খাওয়ার কোনো বিকল্প নেই। 

গ্রীষ্মকালীন মৌসুমি দেশি ফল উৎসবে
আম, জাম, লিচু, কলা, ভাঙ্গী, সাম্ভাব,তাল, জামরুল, সফেদা, তরমুজ, আনারস, কাঁঠাল, ওর বরই সহ বিভিন্ন জাতের দেশিয় ফল প্রদর্শন করা হয়।