ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

আরব সাগরে ঝাঁপ চিকিৎসকের! উদ্ধার চিরকুট

ডেস্ক রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম

2024-03-20, 12.00 AM
আরব সাগরে ঝাঁপ চিকিৎসকের! উদ্ধার চিরকুট

ট্যাক্সি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। চালককে অটল সেতুর উপর গাড়ি থামাতে বলে সেখান থেকে আরব সাগরে ঝাঁপ দিলেন এক মহিলা চিকিৎসক। সোমবার এই ঘটনাটি ঘটলেও খবরটি প্রকাশ্যে এসেছে বুধবার। এখনও ওই চিকিৎসককে উদ্ধার করা যায়নি।পুলিশ সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসকের বয়স ৩৮ বছর। আট বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সেখান থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তদন্ত চালাতে গিয়ে ওই চিকিৎসকের বাড়ি থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১৮ মার্চ দুপুরে ট্যাক্সি করে কোনও জায়গায় যাচ্ছিলেন ওই চিকিৎসক। অটল সেতুতে ওই ট্যাক্সি পৌঁছতেই মহিলা চিকিৎসক চালককে গাড়ি থামাতে বলেন। যাত্রীর কথায় গাড়ির স্টার্ট বন্ধ করেন ট্যাক্সিচালক। অভিযোগ, গাড়ি থেকে নেমেই অটল সেতু থেকে আরব সাগরে ঝাঁপ দেন ওই চিকিৎসক। সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান ট্যাক্সিচালক। তার পর থেকে ডুবুরি দিয়ে খোঁজ শুরু করেছিল পুলিশ। অন্য দিকে, ওই দিনই মহারাষ্ট্রে ভিবন্ডি ডিভিশনের পুলিশ একটি ‘মিসিং ডায়েরি’ নেয়। পরে জানা যায়, ওই চিকিৎসকেরই বাবা পুলিশের কাছে অভিযোগ করেন যে তাঁর মেয়ে নিখোঁজ।পুলিশি তদন্তে পরে ওই চিকিৎসকের ঘর থেকে একটি চিঠি পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, সেটি ‘সুইসাইড নোট’। চিঠিতে লেখা রয়েছে, গত আট বছর ধরে ডিপ্রেশনে ভুগছেন। পুলিশের অনুমান, মানসিক অসুখ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন চিকিৎসক। চিঠিতে এ-ও লেখা রয়েছে, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। যে ট্যাক্সিচালক আমায় নিয়ে যাবেন তিনিও নন।’’ পুলিশ জানিয়েছে, এখনও চিকিৎসকের খোঁজে আরব সাগরে তল্লাশি চালাচ্ছে তারা।