ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

জেলা সংবাদদাতা।।ঢাকাপ্রেস২৪.কম

2024-03-20, 12.00 AM
গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

 গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।  বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  নিহত সবাই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।   নিহতদের মধ্যে শুধু ঢাকা পল্লবী এলাকার সালমা জামানের  (৩৫) নাম ঠিকানা পাওয়া গেছে । নিহত বাকি চারজনের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে ।  জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। পথে মুকসুদপুরের ছাগলছিড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।  বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  নিহত সবাই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।   নিহতদের মধ্যে শুধু ঢাকা পল্লবী এলাকার সালমা জামানের  (৩৫) নাম ঠিকানা পাওয়া গেছে । নিহত বাকি চারজনের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে ।  জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। পথে মুকসুদপুরের ছাগলছিড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।