ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

কেরানীগঞ্জস্থ শরীয়তপুর জেলা সমিতির কমিটি

এইচ এম আমীন কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা

2024-03-12, 12.00 AM
কেরানীগঞ্জস্থ শরীয়তপুর জেলা সমিতির কমিটি

ঢাকা কেরানীগঞ্জস্থ শরীয়তপুর জেলা সমিতির ১৭১ সদস্য বিশিষ্ট কমিটিকে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছে কেএম আবুল মুনসুর আজাদ ভিপি শামীম। সাধারণ সম্পাদক আ্যডভোকের রেজাউল করিম স্বপন। উপদেষ্টা মন্ডলিরা হলেন শরীয়তপুর দুই আসনের এমপি একেএম এনামুল হক শামীম। শরীয়তপুর এক আসনের এমপি ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর তিন আসনের এমপি নাহিম রাজ্জাক। গত সোমবার স্বন্ধা সাতটায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় শরীয়তপুর জেলা সমিতির সদস্যদের কন্ঠ ভোটে নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি ডাক্তার এস এম আব্দুর রব ও আলমগীর হোসেন। যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নাহিদ ও শাহীন আলম। সাংগঠনিক সম্পাদক এইচ এম আমীন ও আ্যডভোকের সালাহ উদ্দিন আহমেদ। অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ দুলাল শরীফ। ক্রীড়া সম্পদক বিল্লাল হোসেন ও হানিফ মিয়া। সাংস্কৃতিক সম্পাদক মহসীন মৃধা ও সহিদুল ইসলাম টিটু। নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা মুক্তা।  জনকল্যাণ ও আপ্যায়ন সম্পদক  মোহাম্মদ  ইউসুফ।  প্রচার মোহাম্মদ জাকির হোসেন ও আব্দুস সোবাহান। আইন বিষায়ক সম্পাদক আ্যডভোকের জুয়েল ফকীর। দপ্তর সম্পাদক আমির হোসেন ও মনির হোসেন মাঝি সহ প্রমুখ। জেলা সমিতি পৃষ্ঠপোষক হয়েছেন জসিম মাহমুদ। আগামী দুই বছর এ কমিটি ঢাকা কেরানীগঞ্জস্থ শরীয়তপুর জেলা সমিতির দায়িত্ব পালন করবেন।