ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

বাংলাদেশী উইমেন্স ইন পর্তুগালের বসন্ত উৎসব

পর্তুগাল সংবাদদাতা।। ঢাকাপ্রেস২৪.কম

2024-02-18, 12.00 AM
বাংলাদেশী উইমেন্স ইন পর্তুগালের বসন্ত উৎসব

পর্তুগালের রাজধানী লিসবনে লিটন তার্কিস গ্রিলে বাংলাদেশী উইমেন্স ইন পর্তুগাল উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নিত্য ও চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক । উপস্থিত বিদেশ অতিথিরা জানিয়েছেন বাঙালি সংস্কৃতি তাদের অনেক প্রিয় বিশেষ করে নৃত্য। বিদেশের মাটিতে তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করায় দেওয়ার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজক। আগত অতিথি সবাই বসন্তের শাড়ি চুলের খোপায় গোলাপ ফুল মনে হয়েছিল যেন এক টুকরা বাংলাদেশ পরিণত হয়েছে পর্তুগালের লিজবন লিটন তার্কিশ গ্রিলে। মনোমুগ্ধকর গান চল মেলায় যাইরে যা সবাইকে মুগ্ধ করেছে। বসন্ত উৎসবে ছিলো বাঙালি নানান খাবারের আয়োজন, বিদেশের মাটিতে এ ধরনের অনুষ্ঠান বিদেশে থাকা সকল বাঙ্গালীদের জন্য অনেক আনন্দকর।