ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

"পদ্মশ্রী"

শায়লা জাকির

2021-03-13, 12.00 AM

আমি অনিন্দ্য সুন্দর চিত্তরূপের অপরূপা রুপবতী,
স্বপ্নঘোরে স্বপ্নভাঙ্গা ভোর।

তুমি মুক্তবিহঙ্গবেশী
আকাশী তারার রঙ,
 রঙ্গমেলায় আত্মহারা পুরুষোচিত বীর।

আমি স্বপ্নঘোরের তারকারাজী,
বিষাদ-বেদনা।

তুমি আমার অন্তঃপ্রাণের কালো ছায়া,
ভালোবাসা স্মৃতিগার্থা।

আমি মুখাবয়বে পদ্মশ্রী,
কাজলকালো আঁখিপ্রাণে
কান্নার সাঁতার।

তুমি প্রেমপ্রতীম সহাস্যমুখ,
উহ্যমান তোমার কবিতাকল্পিত নিঃসাড় নীলকণ্ঠ।

আমি প্রেমবতী হাসির ঝিলিক,
নির্লিপ্ততা ভাঙ্গা ভীরুঠোঁটে
কাঁপনতোলা হাসির ফোয়ারা।

তুমি অন্তঃপটের অন্তিমতায় রাজ্যানুরাগী,
রাজকুমারের অন্তঃকোণ।

আমি শেষের ভেতরেও অশেষ অনুভূতির সাতরঙা তুলির আঁচড়।