ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

"বিহঙ্গম"

সোহেল সানি

2021-03-13, 12.00 AM

তুমি আমার মুক্তায়িত নিভৃতচারীনী,
তুমি আমার বিষমকালের মুক্ত বিহঙ্গিকা।

তুমি আমার সন্ধ্যারও সঞ্জীবনী সুধা,
তুমি আমার মধ্যরাতের বাসরীয় বাসরী।

তুমি আমার অতিশয় অনিন্দ্যীয় নিশিবোঁ,
তুমি আমার বিশীর্ণতায় রাগরাগিণী।

তুমি আমার নিশিভোরে ফোটা পদ্মিনী,
তুমি আমার অন্বেষিত অনন্তদেবী।

তুমি আমার সহাস্যমুখে চুম্বিত চুমোচুমি,
তুমি আমার রাঙাঠোঁটের বিজল্পিত পরশমণি।

তুমি আমার অভাঙ্গা স্বপনের ঘরন্তীনী,
তুমি আমার শীতঋতুর বিছায়িত কাঁপনকাঁথা।

তুমি আমার বধুবরণের মধু আহরণী,  
তুমি আমার আখেরি তৃপ্তিসাধনী সতীসাধ্বী।

তুমি আমার অন্বেষী অনন্তরে অনন্যা,
 তুমি আমার শেষের ভেতরেও অশেষ কবিতানামা।