এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌশক্তিকে জোরদার করতে চীন নিজেদের চতুর্থ বিমানবাহী যুদ্ধজাহাজ বানাচ্ছে। দেশটির সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে শনিবার প্রকাশিত আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন যুদ্ধজাহাজ পারমাণবিক শক্তিচালিত হতে পারে। চীনের জাহাজ নির্মাণ খাতে এটি হবে এক ধাপ প্রযুক্তিগত উন্নতি।
উল্লেখ্য, চীনে বিমানবাহী দুটি রণতরি ইতিমধ্যে সক্রিয় আছে। তৃতীয়টি এ বছরের মধ্যে উদ্বোধন করার কথা রয়েছে। তবে এগুলোর কোনটিই পারমাণবিক শক্তিচালিত নয়। আলজাজিরা জানিয়েছে, দুই বছর বিলম্বিত হওয়ার পর চতুর্থ যুদ্ধজাহাজের কাজ এ বছরের প্রথম ভাগে আবার শুরু হয়েছে।
এদিকে চীনের নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, চতুর্থ বিমানবাহী যুদ্ধজাহাজ নির্মাণের মধ্য দিয়ে দেশটির জাহাজ নির্মাতারা এ খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে মুখিয়ে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র পত্রিকাটিকে বলেছে, চতুর্থ বিমানবাহী এ রণতরি নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক শক্তি কাজে লাগানোর একটি প্রস্তাব খতিয়ে দেখছেন চীনের কর্মকর্তারা। এ–সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত কিনা, সূত্র তা জানায়নি। তবে তাদের দাবি, এটি হবে খুবই জোরালো ও চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি সিদ্ধান্ত।
২০১৭ সালে দেশটি প্রথম নিজের তৈরি বিমানবাহী রণতরির যাত্রা শুরু করে।