ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

বৃত্তি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

2024-02-03, 12.00 AM
বৃত্তি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মেধা ও অবৈতনিক বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃত্তির আবেদনের জন্য শিক্ষার্থীদেরকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে স্ব স্ব বিভাগে জমা দিতে বলা হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বৃত্তি নীতিমালা-২০১৩' অনুযায়ী সব বিভাগ হতে প্রতি শিক্ষাবর্ষে তিনজন শিক্ষার্থীকে মাসিক ৪০০ টাকা হারে মেধাবৃত্তি এবং এক শিক্ষাবর্ষে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি বিভাগের সব শিক্ষাবর্ষের মধ্যে ১০ শতাংশ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।তিনি আরো জানান, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবোর্ড প্রদত্ত বৃত্তি এবং সরকারি বা বেসরকারি সংস্থা থেকে বৃত্তি প্রাপ্ত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সেমিস্টারে পুনঃভর্তিকৃত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিশ্ববিদ্যালয়ের বৃত্তির নীতিমালা অনুসারে, মেধাবৃত্তি প্রাপ্তির জন্য প্রতিটি বিভাগের প্রতি ব্যাচ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিনজনকে মনোনীত হবে। তবে ৩ দশমিক ৬০-এর নিচে সিজিপিএ থাকা যাবে না। অনেক বিভাগে নীতিমালার সমপরিমাণ সিজিপিএ না থাকায় উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সর্বোচ্চ নম্বরধারী তিনজনকে বৃত্তি দেওয়া হবে। কিন্তু রি-অ্যাডমিশন, বোর্ড বা অন্যান্য সংস্থা থেকে বৃত্তি-প্রাপ্ত শিক্ষার্থীরা এর আওতায় এলে বৃত্তি পাবেন না বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।

অন্যদিকে অবৈতনিক ক্যাটাগরিতে প্রতিটি বিভাগের প্রতি ব্যাচের ১০ শতাংশ শিক্ষার্থীকে মনোনীত করা হবে। এই ক্যাটাগরিতে বৃত্তি-প্রাপ্তরা এক বছরের দুই সেমিস্টার বিনা বেতনে অধ্যয়ন করবে।