ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

মাহফিলে ছারছীনার পীর ছাহেব

জেলা সংবাদদাতা।।ঢাকাপ্রেস২৪.কম

2024-02-02, 12.00 AM
 মাহফিলে ছারছীনার পীর ছাহেব

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান : ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেন- ছারছীনা দলীয় রাজনীতি মুক্ত একটি আধ্যাত্মিক হক দরবার। মানুষের আমল আকিদা ও আদর্শ ঠিক রেখে একদল আল্লাহওয়ালা মানুষ তৈরি করার জন্যই এ দরবার কাজ করে থাকে। এ দরবার কখনো শিরক ও বেদায়াতকে প্রশ্রয় দেয় না বরং এর বিরূদ্ধে সব সময়র কাজ করে। এই দরবারে বিভিন্ন দল-মত ও মতের লোক আগমন করে থাকেন। যারা আসেন মেহমান হয়ে। আমরা প্রিয় নবী (সাঃ) এর নির্দেশ মোতাবেক তাদের সাধ্যমত সম্মান করার জন্য চেষ্টা করি। ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুত্বুল আলম আল্লামা শাহ সুফি নেছারুদ্দীন আহমদ (রহঃ) এর ৭৪ তম ও মাওলানা শাহ সূফি আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ)  এর ৩৪ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল ও হিজবুল্লাহর সম্মেলন বৃহস্পতিবার দিবাগত জুমার রাত সোয়া দুইটায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও  ছারছীনা মাদ্রাসার ওস্তাদগণ বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।