ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

কলকাতার এক অভিজাত হোটেলে আগুন

ডেস্ক রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম

2024-02-01, 12.00 AM
কলকাতার এক অভিজাত হোটেলে আগুন

কলকাতার এক হোটেলে আগুন। শেক্সপিয়ার সরণিতে রয়েছে সেই হোটেল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ কলকাতার ওই অভিজাত হোটেলে আগুন লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিন কারণে আগুন লেগেছে। হোটেলে তখন উপস্থিতি ছিলেন অতিথিরা। দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন। আপাতত আগুন  নিয়ন্ত্রণে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।