জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড, মারুফ আহমদ বিজন সভাপতি, রফিকুল ইসলাম সহ-সভাপতি, এ এস এম সাইদুর রাজ্জাক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শাহরিয়ার মাহমুদ শাওন যুগ্ম সম্পাদক, রোকেয়া খাতুন কোষাধ্যক্ষ, নাজিম মাহফুজ জুয়েল পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মোখলেসুর রহমান খান স্বপন সিনিয়র সদস্য, আল মামুন অনল সদস্য, তারিক আহমেদ সদস্য, নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে শুক্রবার সকাল ৯ টায় শুরু হয়ে এক ঘন্টা জুম্মার নামাজের বিরতি দিয়ে বিকাল ৩টা পর্যন্ত মেহেরপুর আইনজীবী সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহণ চলে । এদিক প্রতিবারের মত এবারও আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দুটি প্যানেল নির্বাচনে অংশ নয়। ১৪১ জন ভোটার মধ্য ১২৬ জন আইনজীবী তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড, বিমল কুমার, অ্যাড সুজন কুমার ও আ্যাড, শফিউদ্দিন।