ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

আ.লীগও ভোটকেন্দ্রে যায়নি:ড.মঈন খান

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2024-01-07, 12.00 AM
আ.লীগও ভোটকেন্দ্রে যায়নি:ড.মঈন খান

 বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ ভোট বর্জন করেছে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।রোববার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলন তিনি এ দাবি করেন।মঈন খান বলেন, ভোটারশূন্য ভোটকেন্দ্রই প্রমাণ করেছে বিরোধী দলের নির্বাচন বর্জনের আন্দোলন সফল হয়েছে।২০১৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দেয়নি। আজ ভোটের দিন সরকারের সাজানো নাটকের মূল মঞ্চায়ন হয়েছে। বিশ্বের কাছে প্রহসনের নির্বাচনের রহস্যভেদ হয়ে গেছে।মঈন খান বলেন, ভোটকেন্দ্রগুলো ভোটারশূন্য। কিছু কিছু ভোটকেন্দ্রে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কারণ, সারা বিশ্বে ভোট নিয়ে সরকারের মিথ্যাচার প্রকাশিত হয়ে গেছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি দেখানোর এই যে সাজানো নাটক, এতেই প্রমাণ হয় দেশে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো রকম অগণতান্ত্রিক পন্থা বিএনপি অবলম্বন আগেও করেনি, করবেও না। শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে নৈতিক আস্থা ও জনগণের প্রতি বিশ্বাস থেকেই শান্তিপূর্ণ আন্দোলন করে যাবে।বিএনপি আন্দোলনে সফল দাবি করে মঈন খান আরও বলেন, সরকার বিএনপির ১৫০ জনকে নির্বাচনে নিতে চাইলেও পারেনি। ২৮ অক্টোবরের পর ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, বিগত এক সপ্তাহে বিশ্বের গণমাধ্যমে দেশে ভুয়া নির্বাচন হচ্ছে বলে স্থান পেয়েছে।জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে মঈন খান বলেন, প্রহসনের নির্বাচন বর্জন করায় জনগণকে স্যালুট। গণতন্ত্রের বিষয়ে দেশের মানুষ কখনও আপস করেনি।