ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

পর্তুগালে চার তরুণের স্বপ্নযাত্রার গল্প

পর্তুগাল লিসবন থেকে হাফিজ আল আসাদ ।। ঢাকাপ্রেস২৪.কম

2024-01-06, 12.00 AM
পর্তুগালে চার তরুণের স্বপ্নযাত্রার গল্প

মানুষ তার স্বপ্নের চেয়ে বড় যেখানে বাধা সেখান থেকে নতুন কিছু সৃষ্টির চিন্তা চার স্বপ্নবাজ তরুণের,প্রথমে তারা প্রবাস জীবনে কাজের পাশাপাশি জড়ান ব্যবসাতে ৷ ১গাড়ি দিয়ে রেন্টিকারের ব্যবসা চার তরুণের স্বপ্নযাত্রার  বীজ বোনা শুরু হয় । কিন্তু তাদের এই যাত্রায় সহজ ছিলোনা চলার পথ ,নানান বাধাতে হার না মানা চার তরুণ, এদের হাত ধরেই আজ পর্তগালের লিসবনের রাস্তায় আজ ১০০টি বেশী গাড়ি ঘুড়ে বেরাচ্ছে । তাদের নিজস্ব ৪৫টি গড়ি চলে ঞঠউঊ তে,কিন্তু সব থেকে বড় বাধা সামনে পরতে হয় এখানেই এতো গুলো গাড়ি মেনটেনেন্স ও সার্ভিসিং করা সহজ ছিল না এবং বিশ্বাসযোগ্য সার্ভিসিং পয়েন্ট না পেয়ে একপ্রকার হাল ছেড়েই দিয়েছিলেন চার তরুণ,কিন্তু তখনই মাথায় আসে একটি অটোমেটিক অটোমোবাইল সার্ভিসিং পয়েন্ট চালু করার এটা ছিল তাদের দ্বিতীয় সৃষ্টি আটলান্টিক অটো রিপেয়ার । সম্পূর্ণ অটোমেটিক অটো রিপেয়ার এটাই প্রথম কোন বাঙালি মালিকানাধীন পর্তুগালের লিসবন শহরে রামাদাতে চালু হয়েছে যেখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে গাড়ির সকল সমস্যা নির্ণয় করা হয়। এছাড়াও গাড়ি ক্রয় বিক্রয় ভাড়া  ও রিপেয়ার এর সাথে একটি চেইন তৈরি করেছে। হারনা মানা তরুণেরা এখানেই থেমে থাকেনি তৈরি করেছেন রেস্টুরেন্ট এমনকি চার তরুন কাজ করতে চান পর্তগালের কৃষি নিয়েও তারা বিশ্বাস করে মানুষ সঙ্ঘবদ্ধ হলে পৃথিবী বদলে যাবে ।  প্রবাসে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে এবং দেশের রেমিটেন্সে যুগান্তরি পরিবর্তন চলে আসবে  বলে বিশ্বাস অদম্য চার তরুণ  আর প্রবাসে থাকা বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চার যুবক। তারা বিশ্বাস করে সততা নিষ্ঠা ব্যবসার মূলনীতি যা বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।