দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। তার প্রতীক ট্রাক। ভোটকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোটারদের আস্থা অর্জনের জন্য দিচ্ছেন বিভিন্ন আশ্বাস। নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর অংশ হিসেবে এমপি নির্বাচিত হলে ১০টি উন্নয়নকাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী।
সাইফুল ইসলামের ১০ প্রতিশ্রুতি--
১. সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সাভার-আশুলিয়া গড়া।
২. এলাকার সব সড়ক ও ড্রেন আরসিসি ঢালাই এবং অবকাঠামো নির্মাণ।
৩. ধর্মীয় উপাসনালয়গুলোর উন্নয়ন ও সংস্কার।
৪. পোশাকশ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা।
৫. মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার উদ্যোগ গ্রহণ ও তাদের জন্য পৃথক কবরস্থান নির্মাণ।
৬. নির্বাচনি এলাকা শিল্পাঞ্চল হওয়ায় পোশাকশ্রমিকদের জন্য পৃথক কবরস্থান নির্মাণ।
৭. ক্লিন অ্যান্ড গ্রিন সাভার গড়ে তোলা।
৮. নির্বাচনি এলাকায় অবৈধভাবে দখল করা সরকারি খাল ও নদী দখলমুক্ত করা।
৯. পরিকল্পিত নগর ও মডেল সাভার গড়ে তোলা।
১০. সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মুহাম্মদ সাইফুল ইসলাম। এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আমার এলাকায় ট্রাক প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, বিজয়ী হবো। এমপি নির্বাচিত হলে ভোটারদের দেওয়া এই ১০ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।’