বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে অগ্নিসন্ত্রাস করছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হজরত শাহজালালের (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হঠাৎ ঘটনা ঘটিয়ে ফেলে। যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই। বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, এটি কী ধরনের খেলা? একজন (তারেক রহমান) লন্ডন বসে হুমুক দেয়। আর দেশে কিছু চ্যালা আছে আগুন দেয়। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চেষ্টা করছে।