ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

পদ্মা সেতু নির্মাণের মেয়াদ বাড়ানোর আবেদন

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-03-09, 12.00 AM
পদ্মা সেতু নির্মাণের মেয়াদ বাড়ানোর আবেদন

পদ্মা সেতু নির্মাণের মেয়াদ বাড়ানোর আবেদনপদ্মা সেতু নির্মাণের মেয়াদ বাড়ানোর আবেদনপদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানোর আবেদন করেছে সেতু বিভাগ। আবেদনে সময় বাড়ানোর প্রস্তাব করা হলেও ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়নি। সেতু বিভাগ থেকে গত সপ্তাহে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী মঙ্গলবার বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধির আবেদন করা হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেয়াদ বাড়ানো হবে কিনা তা শিগগিরই জানা যাবে।’

জানা গেছে, সেতু বিভাগের মেয়াদ বৃদ্ধির আবেদনে বলা হয়েছে, ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। বর্তমানে এ প্রকল্পের বাস্তব কাজ ৮৩ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বাস্তব কাজ সমাপ্ত করতে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে এবং এক বছর ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডসহ ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন।’

প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২২ সালের জুনে পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল শুরু হবে বলে গণমাধ্যমকে জানান। ওই সময় মন্ত্রী পরিষদ সচিবও ২০২২ সালের জুনে গাড়ি চলাচল করার কথা জানান।