পার্টিতে নিজের উত্তরাধিকারীর নাম ঘোষণা করে দিলেন মায়াবতী। বরিবার লখনউতে বিএসপির বৈঠক শেষে মায়াবতী নিজের ভাইপো আকাশ আনন্দকে তাঁর উত্তরাধিকারী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা করেন। তবে আপাতত উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান নেত্রীই। বাকি অংশ সামলাবেন আকাশ, বলে সূত্রের খবর।সংবাদসংস্থা এএনআইকে বিএসপি নেতা উদয়বীর সিংহ বলেন, ‘‘বিএসপি প্রধান মায়াবতী তাঁর উত্তরাধিকারী হিসাবে আকাশ আনন্দের নাম ঘোষণা করেছেন।’’ ২৮ বছরের আকাশই যে মায়াবতীর চেয়ারে বসতে চলেছেন, তেমন ইঙ্গিত শেষ কয়েক বছর ধরেই মিলছিল। দলে ক্রমশ গুরুত্ব বাড়ছিল আকাশের। মায়াবতীও নিজের হাতে সংগঠনের ভার আস্তে আস্তে তুলে দিচ্ছিলেন ভাইপোর হাতে। বস্তুত, আকাশ মায়াবতীর ছোটভাই আনন্দ কুমারের ছেলে। আনন্দ মায়াবতীর অত্যন্ত কাছের। তাই তাঁর ছেলের হাতেই যে দলের ভার যাবে, তা একপ্রকার নিশ্চিতই ছিল বলে মনে করা হয়।২০১৯ সালের লোকসভা ভোটে প্রথম বার প্রচারের আলোয় আসেন আকাশ। লোকসভা ভোটের তারকা প্রচারকের বিএসপির তালিকায় দু’নম্বরে ছিল তাঁর নাম। সদ্য সমাপ্ত চার রাজ্যের বিধানসভা ভোটেও বিএসপির দায়ভার বয়েছেন আকাশই। রাজস্থানে বিএসপি দু’টি আসন দখল করেছে। অন্য রাজ্যগুলিতে নিজের ভোট শতাংশও যত দূর সম্ভব অটুট রাখার কৃতিত্বও অনেকেই আকাশকে দেন। রাজস্থানে তাঁর ‘স্বাভিমান সঙ্কল্প যাত্রা’য় সাড়া মিলেছিল ভালই। ফলে, দলনেতা হিসাবে তাঁর অভিষেক যে স্রেফ সময়ের অপেক্ষা, তা বুঝতে পেরেছিলেন মায়াবতীর অনুগামীরা। রবিবার এল সেই মাহেন্দ্রক্ষণ।